‘দু-চারটে গরু পাচার হতেই পারে!’, অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে বেফাঁস উদয়ন গুহ


ODD বাংলা ডেস্ক: গরুপাচার মামলাকে কেন্দ্র করে চাপানউতোরের মাঝেই ফের বেফাঁস উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বললেন, “কেন্দ্রীয় মন্ত্রী যেখানে জেল খেটেছেন, সেখানে দু-চারটে গরু পাচার হতেই পারে।” মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে তোলপাড় কোচবিহার। তীব্র নিন্দা করেছে বিরোধিরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে বিঁধতে গিয়ে কার্যত গরু পাচারের স্বপক্ষেই কথা বলেন তিনি। এদিন উদয়ন বলেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিজে সোনার দোকানে ডাকাতির কেসে ৪২ দিন জেল খেটেছে। বহু পাচারের অভিযোগ রয়েছে। সেসব আর মুখ ফুটে বলতে চাইছি না। সেখানে দু-চারটে গরু পাচার হতেই পারে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.