পানশালার মালিক নন স্মৃতি ইরানির মেয়ে, দিল্লি হাই কোর্টের ঘোষণায় বিপাকে কংগ্রেস


ODD বাংলা ডেস্ক: কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে জোয়িশ গোয়ায় কোনও রেস্তরাঁ এবং পানশালা চালান বলে তথ্যপ্রমাণ মেলেনি। সোমবার এ কথা জানিয়েছে দিল্লি হাই কোর্ট।পাশাপাশি, স্মৃতির দায়ের করা দু’কোটি টাকার মানহানির মামলার অভিযোগে সায় দিয়ে দিল্লি হাই কোর্ট বলেছে, ‘তিন কংগ্রেস নেতা— পবন খেরা, জয়রাম রমেশ এবং নেট্টা ডিসুজা চক্রান্ত করে স্মৃতি এবং তাঁর মেয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিলেন।’ বিভিন্ন সরকারি নথি পরীক্ষা করে স্মৃতির মেয়ের বিরুদ্ধে ‘বেআইনি পানশালা’ চালানোর কোনও প্রমাণ মেলেনি বলেও নির্দেশে বলেছে আদালত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.