ফের বাড়ছে নিম্নচাপের ভ্রূকুটি! ভেসে যাবে এইসব জেলা
ODD বাংলা ডেস্ক: ভরা বর্ষা থেকে এবার বঞ্চিত বাংলা। তবে শ্রাবণের শেষে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম।তবে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
আজ কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতি শুক্রবার।
দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা একটু বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বেশি হবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের যে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেগুলি হল- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম।
শুক্রবার সেই বৃষ্টি কিছুটা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলায় কমবেশি বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। নতুন করে নিম্ন চাপের প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতি ও শুক্রবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা , ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
Post a Comment