'খেলা তো শুরু হয়ে গিয়েছে, দুটো গোল খেয়েছে', 'খেলা হবে' দিবস নিয়ে কটাক্ষ দিলীপের
ODD বাংলা ডেস্ক: ১৬ অগাস্ট দিনটিতে ২০২১ সালে ‘খেলা হবে’ দিবস পালন করা শুরু করে তৃণমূল।‘ মঙ্গলবার, ১৬ অগাস্ট, সারা রাজ্যে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। এই উদ্যোগকেই কটাক্ষ করেছেন সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, ' আমরাও দেখব কী খেলা হয়। খেলা তো শুরু হয়ে গিয়েছে। দুটো গোল খেয়েছে। তিন নম্বর হলেই চিত। ' মঙ্গলবার সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে বাগদা এলাকায় চা চক্র করে এমনটাই বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ।
Post a Comment