পার্থ অপ্রিতার সম্পত্তির খোঁজে এবার বীরভূমে ইডি!
ODD বাংলা ডেস্ক: কলকাতার পর এবার বীরভূমেও হানা দিল ED-র দল। বুধবার সকাল ৮টা নাগাদই পুলিশকে সঙ্গে নিয়ে ED-র বিশাল বাহিনী পৌঁছে যায় বীরভূমে। তারপর ৩টি দলে ভাগ হয়ে গোটা জেলায় তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রথমে বোলপুরে ঢুকলেও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির দিকে যাননি ED আধিকারিকেরা। বরং পার্থ চট্টোপাধ্যায়ের জায়গা-জমি দেখাশোনা যিনি করেন, সেই রাজীব ভট্টাচার্যের আহমেদপুরের বাড়িতে যায় ED-র একটি দল। আরেকটি দল যায় সিউড়ির বিখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে। অপর একটি দল রওনা দিয়েছে পাড়ুইয়ের উদ্দেশ্যে।
Post a Comment