‘অপা’তে গুপ্তধন? বাড়ির পিছনের অংশের মাটি খুঁড়তে চায় ED
ODD বাংলা ডেস্ক: নগদ টাকা ছাড়াও পার্থ-অর্পিতার নামে প্রচুর জমি-বাড়ি ও ফ্ল্যাটের হদিস মিলেছে। শান্তিনিকেতন ও সংলগ্ন অঞ্চলেই রয়েছে এই দু’জনের বেশ কয়েকটি সম্পত্তি। এগুলির মধ্যে অন্যতম বোলপুরের ‘অপা’। বুধবার বোলপুরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি ‘অপা’য় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দা দল৷প্রায় চার ঘন্টার উপর তল্লাশি অভিযান চালিয়েছে।তল্লাশির সময়ই বাড়ির পিছনের মাঠটির একটি অংশ দেখে সন্দেহ হয় ইডির গোয়েন্দাদের। নরম মাটি কেন উঁচু হয়ে রয়েছে তা নিয়েই প্রশ্ন ইডির আধিকারিকদের। ওই অংশের নিচে রহস্যের গন্ধ পাচ্ছেন গোয়েন্দারা। টাকা, নথি সহ ওই অংশে কিছু লুকিয়ে রাখা হয়েছে বলে সন্দেহ তাঁদের।
Post a Comment