পেতেন না পেনশন, অবসাদে আত্মঘাতী 'শিক্ষারত্ন' হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক
ODD বাংলা ডেস্ক: বর্ধমানের মেমারির দেবীপুরের বাড়ি থেকে উদ্ধার করা হল হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। শিক্ষকের নাম সুনীল কুমার দাস, তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তিনি শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। তবে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, শিক্ষারত্ন পাওয়া শিক্ষকও অবসরকালীন ভাতা পেতেন না ঠিক মতো। আর্থিক কষ্টে দিন কাটাতে হয়েছিল তাঁকে। সেই কারণেই অবসাদে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে খবর। আপাতত সেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে।
Post a Comment