ওরাংওটাং ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছে ব্যাঘ্র শাবককে! ভাইরাল মন ভালো করা ভিডিয়ো

 


ODD বাংলা ডেস্ক: ফিডিং বোতলে করে বাঘের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ওরাংওটাং। বিশিষ্ট শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সেই ভিডিয়ো শেয়ার করেছেন। টুইটারে দীর্ঘদিন ধরেই বেশ জনপ্রিয় মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। মাঝে মধ্যেই তিনি দারুণ ভিডিয়ো শেয়ার করেন। সেখানে থাকে বিভিন্ন ধরনের শিক্ষনীয় বিষয়। আবার কখনও তিনি শেয়ার করেন মজার বিষয়। সম্প্রতি তাঁর শেয়ার করা ভিডিয়ো দেখে মন ভালো হয়ে গিয়েছে নেটদুনিয়ার। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে টুইটারে। আনন্দ মাহিন্দ্রা তাঁর অফিসিয়াল টুইটার প্রোফাইল @anandmahindra থেকে শেয়ার করেছেন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ফিডিং বোতলে করে ব্যাঘ্র শাবককে দুখ খাইয়ে দিচ্ছে ওই ওরাংওটাং। এখানেই শেষ নয়, তাদের সঙ্গে খেলাধুলোও করছে সে। শুধু তাই নয়, একটি বাঘের বাচ্চাকে কোলে নিয়ে রীতিমতো আদর করেছে সে। এমন ভাবে ওই বাঘের শাবককে ওরাংওটাংটি কোলে নিয়েছে, এক ঝলক দেখে মনে হবে যেন তারই সন্তান। নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে ওই ওরাংওটাং। তার স্নেহ ও মমতা সকলকে হতবাক করে দিয়েছে।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োর ভিউ ইতিমধ্যেই প্রায় এক লাখের কাছাকাছি হয়ে গিয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি সাদা বাঘের বাচ্চাকেও। ওরাংওটাংটি সব বাঘের বাচ্চাকেই সমানভাবে আদর করেছে। ঠিক যেভাবে মা তাঁর সন্তানকে বুকে জড়িয়ে আগলে রাখেন, আদরে ভরিয়ে দেন। এক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখা গিয়েছে। ওরাংওটাংয়ের সঙ্গে বেশ আনন্দেই রয়েছে বাঘের বাচ্চারাও। দেখে মনে হচ্ছে যেন, এই মায়ের আদরেই দিব্যি বড় হচ্ছে তারা। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.