'জগজীবন চামার দূর হটো', এইভাবে অপদস্থ হতে হয়েছিল মীরা কুমারের বাবাকে


ODD বাংলা ডেস্ক: সালটা ১৯৭৮। বাবু জগজীবন রাম তখন ভারতের উপ-প্রধানমন্ত্রী। একটি মূর্তি উন্মোচন করতে গিয়ে তাঁকে যে অপমানের শিকার হতে হয়েছিল, রাজস্থানে দলিত-ছাত্র মৃত্যু প্রসঙ্গে সে কথা তুলে আনলেন লোকসভার প্রাক্তন স্পিকার তথা কংগ্রেস নেত্রী মীরা কুমার। এ দিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মীরা বলেন, ''জগজীবন চামার দূর হটো- এই স্লোগান পর্যন্ত শুনতে হয়েছিল আমার বাবাকে। যে-মূর্তি উদ্বোধন করেছিলেন, তা গঙ্গাজলে ধুয়ে পবিত্রও করেছিলেন স্থানীয়েরা। কারণ স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়া আমার বাবা ছুঁয়ে ফেলায় ওই মূর্তি নাকি অস্পৃশ্য হয়ে গিয়েছিল!'' জাতপাতের এই সমস্যা স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশকে কুরে কুরে খাচ্ছে বলে মন্তব্য করেন মীরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.