পোলিও টিকাকরণ চায় না পাক তালিবান! টিকাকর্মীদের উপর জেহাদি হামলায় নিহত ২


ODD বাংলা ডেস্ক: বিশ্বের মধ্যে আফগানিস্তান আর পাকিস্তানই একমাত্র, যেখানে পোলিও কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। টিকাকর্মীদের উপর সন্ত্রাসবাদী হামলা ও স্থানীয়দের অন্ধবিশ্বাসের ফলে দেশটিতে টিকাকরণ অভিযান চলছে শম্বুক গতিতে। এবার ফের জঙ্গি হামলার শিকার হল পাক স্বাস্থ্যকর্মীদের কনভয়। মঙ্গলবার সকালে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওই ঘটনায় টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী নিহত হয়েছেন বলে খবর।মহম্মদ উমরান নামের এক স্থানীয় পুলিশকর্তা জানিয়েছেন, মটরসাইকেলে চেপে এসেছিল জঙ্গিরা। কনভয়ে নির্বিচারে গুলিবৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.