আলাদা থাকাই সুখী দম্পত্যের চাবিকাঠি, দাবি প্রবীণ দম্পতির
ODD বাংলা ডেস্ক: টিম হোলিংওয়ার্থের বয়স ৬৮ আর ডায়ানা লিউকের বয়স ৬৯। সম্পর্কে রয়েছেন ১৪ বছর। তারা দুইজন শেফিল্ড শহরের বাসিন্দা। তবে তারা একই শহরে থাকলেও এক ছাদের তলায় থাকেন না। তার আলাদা আলাদা বাড়িতে থাকেন। আর আলাদা থাকাই তাদের ভালোবাসার মূল ভিত্তি, দাবি তাদের।
জানা যায়, ডায়ানা পেশায় রেডিওর কণ্ঠশিল্পী ছিলেন। স্বাধীনচেতা ডায়ানা বরাবরই একা থাকতে পছন্দ করেন। প্রায় ২০ বছর কোনো রকম সম্পর্কে জড়াননি তিনি। ২০০৮ সালে টিমের সঙ্গে দেখা হয় তার। তখন আগের একটি সম্পর্কের টানাপড়েনে বিধ্বস্ত টিম।
দুইজনের আলাপ অল্প দিনের মধ্যেই গড়ায় প্রণয়ের দিকে। তবে প্রেমে পড়লেও দুইজন সিদ্ধান্ত নেন আলাদা বাড়িতে থাকবেন তারা। সম্পর্কে থাকলেও আলাদা থাকেন তারা। তবে দীর্ঘ দিনের এই অভ্যাসে ছেদ পড়তে পারে শীঘ্রই।
দম্পতি জানান, আলাদা বাড়িতে থাকার ফলে বেড়ে যাচ্ছে সংসার চালানোর খরচ। তাই হয়তো আগামী দিনে এক বাড়িতেই থাকতে হবে তাদের। তবে এক বাড়িতে থাকলেও দুইজনে চান আলাদা শোয়ার ঘরের ব্যবস্থা করতে। কারণ, দূরে থাকলেই নাকি বেড়ে যায় কাছে আসার টান। বেড়ে যায় শারীরিক চাহিদাও।
Post a Comment