প্রবল বর্ষণে ৬ রাজ্যে ভয়াবহ পরিস্থিতি, মৃত বেড়ে ৩৮


ODD বাংলা ডেস্ক:  ভারী বৃষ্টিতে প্রভাবিত একাধিক রাজ্য। ওডিশার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এখনও পর্যন্ত নয় লাখ মানুষ প্রভাবিত হয়েছে। মধ্যপ্রদেশের একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ফুঁসছে সুবর্ণরেখায। এর ফলে প্রভাবিত হয়েছে ময়ূরভঞ্জ ও বালাসোর সহ একাধিক এলাকা। এদিকে IMD-র তরফে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে উজ্জয়নী, রাজধরে। এছাড়াও ভোপাল, ইন্দোর, উজ্জয়নীতে একাধিক স্কুল বন্ধ। সংশ্লিষ্ট রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রভাবিত হয়েছেন নয় লাখ ছয় হাজার মানুষ। বহু বাড়ি জলের তলায়। বন্যা পরিস্থিতি যে এলাকাগুলিতে তৈরি হয়েছে সেখান থেকে প্রায় এক লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সুবর্ণরেখার দুই তীর প্লাবিত হয়েছে। প্রভাবিত প্রায় ১৩৪টি গ্রাম। বালাসোর এবং ময়ূরভঞ্জ থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বালাসোরে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.