ODD বাংলা ডেস্ক: প্রথম দু'দিন বিনিদ্র রাত কাটালেও তৃতীয়দিন ভালোই ঘুম হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের, বলে জানা গিয়েছে প্রেসিডেন্সি জেল সূত্রে। চৌকি দেওয়ার পর থেকে মাটিতে কম্বল পেতে আর শুতে হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে বারবার ভাতের জন্য আর্জি জানিয়েছেন পার্থ।কমন টয়লেটেই স্নান সেরেছেন তিনি। নিয়মমাফিক সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তাঁকে চা-বিস্কুট দেওয়া হয়েছে। এরপর প্রাতঃরাশে পাউরুটি কিংবা চিড়ে খেতে হয়েছে। বেলা ১২টার মধ্যেই দুপুরের খাবার সেরে ফেলতে হচ্ছে তাঁকে। দেওয়া হচ্ছে সামান্য ভাত এবং তরকারি। রাতেও ৮টার মধ্যেই ডিনার সেরে ফেলতে হচ্ছে পার্থকে। সংশোধনাগারের অন্য আবাসিকদের মতো সব নিয়ম পালন করতে হচ্ছে তাঁকেও। বই এবং খবরের কাগজ পড়ে সময় কাটাচ্ছেন।
Post a Comment