আমন্ত্রণ সত্ত্বেও শপথ অনুষ্ঠানে নেই শুভেন্দু, কারণ খোলসা করলেন বিরোধী দলনেতা


ODD বাংলা ডেস্ক:  শপথ অনুষ্ঠানের সময় বিধানসভায় ছিলেন বিরোধী দলনেতা।রাজভবনের বাইরে দাঁড়িয়ে তাঁর শপথ অনুষ্ঠানে না যাওয়ার কারণ ব্যাখ্যা করেন নন্দীগ্রামের বিধায়ক।শুভেন্দু অধিকারী বলেছেন, ‘আগে কোনও কিছুতেই আমাকে ডাকা হত না। তবে গত কয়েকদিন ডাকছে। এর জন্য ধন্যবাদ। যেতেই পারতাম, কিন্তু নির্দিষ্ট কারণে সেটা পারলাম না।মন্ত্রিসভায় নতুন মন্ত্রীদের তলিকা দেখছিলাম। সেখানে এমন দু’জনের নাম রয়েছে যাঁরা বিজেপিকে ভোট দেওয়া সনাতনী হিন্দুদের উপর ভোট পরবর্তী হিংসায় সরাসরি জড়িত। জাতীয় মানবাধিকার কমিশনের গুন্ডাতালিকাতেও তাঁদের নাম রয়েছে। এঁরা হলেন উদয়ন গুহ ও পার্থ ভৌমিক। শপথ অনুষ্ঠানে গেলে ওই দুই মন্ত্রীকে নিয়ে কিছু বলতে পারতাম না, উল্টে ওঁদের শুভেচ্ছা জানিয়েছে নমস্কার করতে হল। এতে কোচবিহার ও উত্তর ২৪ পরগা জেলার সনাতনীরা খুব আঘাত পেতেন। তাই যায়নি।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.