ঘোড়ার নালের এই সহজ টোটকায় বাড়াবে অর্থ-সাফল্য, দূর হবে কু-নজর
ODD বাংলা ডেস্ক: জ্যোতিষে ঘোড়ার লোহার নালের বিশেষ মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষে লোহাকে শনির ধাতু বলা হয়। শনির দশা থেকে মুক্তি জন্য ঘোড়ার ক্ষুরের আংটি ধারণ করার পরামর্শ দেওয়া হয়। ঘোড়ার নাল ধারণ করলে কী কী সুফল পাওয়া যায়, জেনে নিন—
চাকরি ও ব্যবসায় সাফল্যের জন্য
পরিশ্রম সত্ত্বেও সাফল্য লাভ করতে না-পারলে ঘোড়ার নালের উপায় করতে পারেন। এর জন্য ঘোড়ার লোহার নালের আংটি বানিয়ে ধারণ করুন। এর ফলে চাকরিতে উন্নতি হবে। ব্যবসা করে থাকলে বা কোনও দোকান থাকলে কর্মক্ষেত্রে ঘোড়ার নাল স্থাপন করা উচিত। এর ফলে ব্যবসায় আর্থিক লাভ পাওয়া যায়।
রোগ মুক্তির জন্য
পরিবারের কোনও সদস্য অসুস্থ থাকলে ঘোড়ার নাল দিয়ে তৈরি ৪টি পেরেক, সোওয়া কেজি বিউলির ডাল ও শুকনো নারকেল রোগীর ওপর দিয়ে ১১ বার ঘুরিয়ে কোনও নদীতে প্রবাহিত করে দিন। এর প্রভাবে রোগমুক্তি ঘটবে।
অর্থ লাভের জন্য
বাড়িতে উন্নতি, সমৃদ্ধি বজায় রাখার জন্য ও লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য নিজের লকারে ঘোড়ার নাল রাখুন। এর ফলে পরিবারে অর্থের আগমনের পথ সুগম হয়।
শনি দোষ থেকে মুক্তির জন্য
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শনির কষ্ট থেকে মুক্তি পেতে বাড়ির প্রবেশ দ্বারে ঘোড়ার লোহার নালের লাগানো উচিত। এর প্রভাবে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। আবার কোনও জাতকের কোষ্ঠিতে শনির দশা চললে, তা থেকে মুক্তির জন্য তাঁর বিছানায় ঘোড়ার নাল লাগিয়ে দিন। এর ফলে শনি দোষ থেকে মুক্তির পথ প্রশস্ত হবে।
কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি আংটি বা পেরেক সরষের তেল ভরতি বাটির মধ্যে রেখে নিন। শনিবার সেই তেলে নিজের মুখ দেখুন ও অশ্বত্থ গাছের তলায় বাটিটি রেখে দিন। এর প্রভাবেও শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
কুনজর থেকে রক্ষা পেতে
ব্যবসায় কারও কুনজর থাকলে ঘোরার নালের পেরেক নিয়ে ব্যবসা স্থানের চার দিকে গেঁথে দিন। এই উপায় করলে ব্যবসায় কুনজরের প্রভাবে দূর হবে।
সাড়েসাতি থেকে মুক্তির জন্য
শনির সাড়েসাতি ও আড়াইয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে যে কোনও শনিবার কালো ঘোড়ার নাল দিয়ে তৈরি আংটি নিয়ম অনুযায়ী ডান হাতের মধ্যমা আঙুলে ধারণ করুন। এর ফলে ভেস্তে যাওয়া কাজ সম্পন্ন হবে ও অর্থ লাভের পথ সুগম হবে।
অন্ন বৃদ্ধির জন্য
একটি কাপড়ে ঘোড়ার নাল বেঁধে অন্নের মধ্যে রাখলে অন্ন বৃদ্ধি হয়। আবার লকারে রাখলে ধন বৃদ্ধি হয়ে থাকে।
Post a Comment