জরুরি খবর! মোবাইলের আইএমইআই জানবেন কিভাবে

ODD বাংলা ডেস্ক: আইএমইআই (IMEI) এর পূর্ণরূপ হলো International Mobile Equipment Identity।

এই আইএমইআই প্রতিটি মোবাইল ডিভাইসের জন্য একটি সংখ্যাসূচক পরিচয় বা সংখ্যাসূচক আইডিন্টিটি। আর এই কারণে প্রতিটি আইএমইআই নম্বরই অন্যান্য তথা একটি আরেকটির থেকে ভিন্ন।
 
ফোনের জন্য এই আইএমইআই নম্বর অতি জরুরি। আর ফোন কেনার পরপরই সবার উচিত এই আইএমইআই নম্বরটি কোথাও নোট করে রাখা। আইএমইআই একেকটি মোবাইল ফোন বা সমমানের ডিভাইসের একেকটি ইউনিক আইডেন্টিটি। আর এইসব আইএমইআই (IMEI) নম্বর থেকে ফোনের মডেল থেকে শুরু করে সিরিয়াল নম্বর সকল কিছুই বের করা সম্ভব।

আপনার মোবাইল ফোনটির আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন  *#০৬# । ডায়াল করতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন। পরবর্তী ব্যবহারের জন্য নম্বরটি লিখে রাখতে পারেন।

মনে রাখবেন, যে ফোনে আইএমইআই নেই বা কারাপ্টেড আইএমইআই -এর মানে সে ফোন নকল। কেনার আগে ফোনের আইএমইআই চেক করে কিনবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.