প্রতিবন্ধী খদ্দেরের সঙ্গে যৌনসঙ্গম কেমন লাগল, জানালেন যৌনকর্মী

ODD বাংলা ডেস্ক: শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও গ্যাভিনের সঙ্গে যৌনসঙ্গম দারুণ উপভোগ করেন বলেই জানালেন অলিভ।

প্রতিবন্ধীদের যৌনজীবন অন্যের মতো। তাঁদেরও অন্যের মতো শারীরিক চাহিদা রয়েছে। এই বিষয়টি তুলে ধরতে যৌনসঙ্গমের অভিজ্ঞতা শোনালেন যৌনকর্মী অলিভ পার্ল এবং তাঁর খদ্দের গ্যাভিন থর্নিক্রফ্ট। গ্যাভিন হাঁটতে পারেন না। সেরিব্রাল প্যালসিতে আক্রান্ত। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তাঁর সঙ্গে যৌনসঙ্গম দারুণ উপভোগ করেন বলেই জানালেন অলিভ।

জন্ম জার্মানিতে হলেও বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকেন অলিভ। তিনি বলছেন, ‘‘গ্যাভিন কিন্তু অন্যদের মতোই। ওঁরও অন্যের মতো চাহিদা রয়েছে। ওঁর সঙ্গে যখন সময় কাটাই, তখন কিছু আলাদা মনে হয় না আমার। তবে হ্যাঁ, সঙ্গমের সময় মাথায় রাখতে হয় ওঁর যাতে অস্বস্তি না হয়।’’

প্রতিবন্ধকতা থাকলে যৌনসঙ্গম উপভোগ করা যায় না, এই ধারণা সম্পূর্ণ ভুল, এমনটাই বলছেন অলিভ। তাঁর কথায়, ‘‘প্রতিবন্ধীদের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হওয়ায় লজ্জার কিছু নেই। বিছানায় একটু পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, এই যা। বাকি সবই স্বাভাবিক।’’

সাত মাস আগে অলিভের সঙ্গে গ্যাভিনের পরিচয় হয়। সেই থেকেই বন্ধু তাঁরা। অলিভ বলছেন, ‘‘ওঁর যৌন চাহিদা পূরণ করতে পারি বলেই গ্যাভিন আমাকে বিশ্বাস করে। আমরা এখন ভীষণ ভাল বন্ধু। এক সঙ্গে থাকলে ভীষণ মজা করি আমরা।’’ গ্যাভিনের কথায়, ‘‘যৌনসঙ্গমে লিপ্ত হলে নিজেকে অন্যদের মতো স্বাভাবিক মনে হয়। কিন্তু এমন সঙ্গিনী পাওয়া এত সহজ নয়। অলিভ আমায় ভীষণ সম্মান করে।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.