থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহে মিলল HIV ভাইরাস, ব্ল্যাড ব্যাঙ্কের বিরুদ্ধে দায়ের FIR!
ODD বাংলা ডেস্ক: মাত্র সাতমাস বয়স থেকেই থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশু। আর তার শরীরে মিলল HIV জীবাণু। ব্ল্যাড ব্যাঙ্কের বিরুদ্ধে সরব শিশুর পরিবার। পরিবারের অভিযোগ মাত্র সাত মাস বয়স থেকেই জানা যায় শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি ১৫ দিনে চিকিৎসকদের কথা মত বিদ্যানগরের একটি ব্যাল্ড ব্যাঙ্কে আসতেন রক্তের প্রয়োজনীয়রতা দূর করতে। এবার সেই ব্ল্যাড ব্যাঙ্কের বিরুদ্ধেই বিস্ফোরক শিশুটির পরিবার।তাদের দাবি শিশুর শরীরে মিলেছে HIV ভাইরাস। পরিবারের আরও অভিযোগ তারা তাদের সন্তানকে নিয়ে অন্য কোন ব্ল্যাড ব্যাঙ্কে যাননি। কীভাবে শিশুটি থ্যালাসেমিয়া ছাড়াও HIV-তে আক্রান্ত হল, তার উপযুক্ত তথ্য তাদের হাতে দিতে হবে।
Post a Comment