‘রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি না হলে…’, কী ভবিষ্যদ্বাণী করলেন গেহলট

ODD বাংলা ডেস্ক: সর্বভারতীয় কংগ্রেস সভাপতি পদে নির্বাচনের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কংগ্রেস সভাপতি পদে কি গান্ধী পরিবারের কেউ থাকবে? না বাইরের কাউকে দায়িত্ব দেওয়া হবে, এই নিয়ে জল্পনার শেষ নেই। কংগ্রেস সভাপতি পদ নিয়ে এবার মুখ খুললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তিনি জানিয়েছেন, দল সভাপতি পদে ‘সর্বসম্মতভাবে’ রাহুল গান্ধীকে মেনে নিতে প্রস্তুত। দলের নির্বাচনের কমিটি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ২০ সেপ্টেম্বরের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের কাজ শেষ করতে হবে। গেহলটের মতে, গোটা দেশে সর্বস্তরের কংগ্রেস কর্মীদের কথা মাথায় রেখে রাহুল গান্ধীর এই দায়িত্ব নেওয়া উচিত। তিনি বলেন, “যদি রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি না হন, তবে তা সর্বস্তরের কংগ্রেস কর্মীদের কাছে অত্যন্ত হতাশাজনক হবে। অনেকেই বাড়িতে বসে যাবেন। দেশের কংগ্রেসী মনোভাবাপন্ন মানুষদের কথা ভেবে রাহুলের নিজেরই এই পদ গ্রহণ করা উচিত।” 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.