প্রকাশ্যে ‘বিক্রম বেদা’র টিজার, প্রথম ঝলকে কাঁপিয়ে দিলেন সইফ-হৃতিক


ODD বাংলা ডেস্ক: প্রকাশ্যে এল সইফ আলি খান ও হৃতিক রোশন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘বিক্রম বেদা’র  প্রথম ঝলক।

বুধবার ছবির টিজার প্রকাশিত হল। ১ মিনিট ৫৪ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওতে দেখা গিয়েছে— সইফ ও হৃতিকের মধ্যে দ্বন্দ্বের গল্প। পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্য। ছবিতে সইফ একজন পুলিশ অফিসার। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টার। এই দুই অভিনেতার লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

তামিল ভাষার অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বিক্রম বেদা’। একই নামে এর হিন্দি রিমেক এটি। সিনেমাটি প্রযোজনা করছেন নিরাজ পান্ডে। পরিচালনা করেছেন পরিচালক জুটি পুস্কর-গায়ত্রী। তামিল সিনেমাটিও তাঁরা পরিচালনা করেছিলেন। আগামী  ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি

‘বিক্রম বেদা’ সিনেমার টিজার দেখতে ক্লিক করুন-

শুরুতে শাহরুখ খানকে এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হননি। পরবর্তী সময়ে আমির খান এতে অভিনয়ের সম্মতি দেন। কিন্তু চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর তিনিও চরিত্র নিয়ে সন্তুষ্ট নন বলে জানান। এরপর চরিত্রটি করতে রাজি হন হৃতিক।

তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’য় আর মাধবন ও বিজয় সেতুপাতিকে দেখা গিয়েছিল। মাধবনের চরিত্রটি করছেন সইফ। অন্যদিকে বিজয় সেতুপাতির চরিত্রটি করছেন হৃতিক রোশন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.