হকিতে কমনওয়েলথের সেমিতে ভারত, জুডোতে পদক নিশ্চিত করলেন তুলিকা
ODD বাংলা ডেস্ক: কমনওয়েলথে ভারতের মহিলা হকি দল কানাডাকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল। বুধবার বার্মিংহ্যামে ভারত দুরন্ত জয় পেল। অন্যদিকে একই সময়ে জুডোর ৭৮ কেজি বিভাগের ফাইনালে উঠলেন তুলিকা মান। সোনার পদক জেতার জন্য তুলিকা মুখোমুখি হবেন স্কটল্যান্ডের সারা অ্যাডলিংটনের। সবিতা পুনিয়ার দল পুল এ-তে শেষ ম্যাচ খেলল কানাডার বিরুদ্ধে। যারা ক্রমতালিকায় ভারতের নিচেই। সালিমা টেটে, নভনীত কউর ও লালরেমসিয়ামির গোলে ভারত রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় এদিন।
Post a Comment