ছেলেবেলায় বিচ্ছিন্ন দুই ভাইকে ৭৫ বছর পরে মিলিয়ে দিল স্বাধীনতা ৭৫-ই!


ODD বাংলা ডেস্ক: পরস্পরবিচ্ছিন্ন দুই ভাইয়ের পুনর্মিলনের সাক্ষী রইল স্বাধীনতার ৭৫তম বর্ষ। সিকা খান আর সাদিক খান-দুই ভাইয়ের মধ্যে সাদিক বড়, সিকা ছোট। ১৯৪৭ সালে দেশভাগের সময় যখন দুজন আলাদা হন, তখন সিকার বয়স ছিল মাত্র ছয় মাস, আর সাদিকের ১০ বছর। দাঙ্গার সময় সাদিক চলে যান পাকিস্তানে। সিকা রয়ে যান ভারতে। বহুদিন ধরে একে অন্যের খোঁজ করছিলেন। খোঁজ মেলেনি কারওরই। অবশেষে স্বাধীনতার ৭৫ বছরই যেন এঁদের মিলিয়ে দিল ৭৫ বছর পরে। দেখা হল দুই ভাইয়ের। মূলত পাকিস্তানের ইউটিউবার নাসির ধিলোঁর সহায়তায় সিকা-সাদিকের দেখা। চোখের জলে ভাসছেন দুই ভাই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.