ভারতীয় রেল এবং টাটা স্টিলের যৌথ উদ্যোগ, ট্রেনে এবার 'রোটেটিং সিট'


ODD বাংলা ডেস্ক: রেল-টাটা যৌথ উদ্যোগ, ১৮০ ডিগ্রি ঘুরবে ট্রেনের সিট! ট্রেনে এবার 'রোটেটিং সিট'। দেশের প্রথম ট্রেন হিসাবে, এই বসবার আসন পাচ্ছে বন্দে ভারত ট্রেন। ভারতীয় রেলের স্বপ্নের প্রোজেক্ট এই বন্দে ভারত ট্রেন। প্রায় ৭৫ কোটি টাকারও বেশি খরচ করে এই ট্রেন নিয়ে আসা হচ্ছে নাগরিকদের জন্য। এই ট্রেনের অপর নাম ট্রেন ১৮। ভারতীয় রেলের স্বপ্নের প্রোজেক্টে হাত থাকছে টাটাদের।এই বন্দে ভারত হল সেমি হাই স্পিড ট্রেন। প্রায় 75 এর কাছাকাছি ট্রেন চালানো হবে দেশে। অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.