বদলে যাচ্ছে হাওড়া স্টেশন! ২৬ বগির ট্রেন চালানোর প্রস্তুতি!

ODD বাংলা ডেস্ক: সারা দেশের ৪০টি গুরুত্বপূর্ণ রেল স্টেশনকে অত্যাধুনিক স্টেশন হিসাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল বোর্ড। এর মধ্যে রয়েছে হাওড়া স্টেশনও। যার ফলে আগামী কয়েক বছরের মধ্যে ভোল বদলে যেতে চলেছে হাওড়া স্টেশনের। দিনের পর দিন বাড়ছে যাত্রী সংখ্যা, তাই সমস্ত দূরপাল্লার ট্রেনকে ২৪-২৬কামরা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হাওড়া ডিভিশনের DRM মনীশ জৈন জানান, চার লেনের এই ব্রিজ তৈরি করতে 180 কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকার ও রেল অর্ধেক করে খরচ বহন করবে বলে জানানো হয়েছে। এই ব্রিজ তৈরি হলে চওড়া ও উচ্চতা অনেকটাই বৃদ্ধি পাবে। ফলে রেল লাইন ও প্ল্যাটফর্ম বাড়ানো যাবে ও বেশি কোচের ট্রেন চালানো যাবে।

indian-railways-plan-to-makeover-howrah-station-for-running-26-coaches-train

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.