অন্তঃসত্ত্বা আলিয়া! তবে কি অনিশ্চয়তার মুখে 'জি লে জারা'?
ODD বাংলা ডেস্ক: গত বছরই পরিচালক হিসাবে তাঁর আগামী ছবি ‘জি লে জারা’-র কথা ঘোষণা করেন ফারহান আখতার। বলিউডের তিন নায়িকা প্রিয়ঙ্কা, ক্যাটরিনা ও আলিয়াকে একসঙ্গে কবে দেখা যাবে, শুরু হয়েছিল তারই প্রতীক্ষা। তার মধ্যেই গুজব রটে, আলিয়ার সন্তান সম্ভাবনার কারণে বাতিল হয়ে গিয়েছে এই ছবির পরিকল্পনা। বলিউডের আনাচে কানাচেও ছিল একই গুঞ্জন। সম্প্রতি এই রটনা নিয়ে মুখ খুললেন আলিয়া ভট্ট। তাঁর স্পষ্ট জবাব, ‘‘আমার সন্তান সম্ভাবনার কারণে ‘জি লে জারা’ ছবির শ্যুটিং পিছিয়ে গিয়েছে। আগামী বছরই এই ছবির কাজ শুরু হবে। এই ছবি করার পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছে, এ খবর সত্যি নয়।''
Post a Comment