পেরিয়ে গেল আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা, রিটার্ন ফাইল না করলে কী হবে, জানুন


ODD বাংলা ডেস্ক: আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেল রবিবার, ৩১ জুলাই। ২০২১-২২ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিনে  যে সব বেতনভুক তা দাখিল করতে পারেননি, তাঁদের এবার জরিমানা দিতে হবে। গত বছর এই সময়সীমা বৃদ্ধি করেছিল আয়কর দফতর, কিন্তু এ বার তা করা হয়নি। কর্পোরেট বা যাঁদের হিসেবের খাতা অডিট করতে হয়, তাঁদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে।

এখন ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা জমা দিতে পারেননি, তাঁদের কী হবে? তাঁদের ফাইন বা পেনাল্টি দিতে হবে। যাঁদের মোট বার্ষিক আয় ৫ লক্ষের উপর তাঁদের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং যাঁদের ৫ লক্ষের নীচে তাঁদের ক্ষেত্রে হাজার টাকা জরিমানা দিতে হবে। ডেডলাইন ধার্য করা হয়েছে এ বছরের ৩১ ডিসেম্বর। এর আগে, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিনের পর এবং ৩১ ডিসেম্বরের আগে যদি তা জমা করতেন তা হলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হত তাঁকে, যদি তার পর, এবং নতুন অর্থবছর শুরুর আগে কেউ জমা করেন তা হলে সেই জরিমানা হত ১০ হাজার টাকা হত। যদিও সরকার মহামারির কারণে সেই সময়কাল বৃদ্ধি করেছিল। ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনও জরিমানা দিতে হয়নি। পাশাপাশি, ২০২১-২২ এই অর্থবর্ষের আয়কর যদি কেউ দেরিতে জমা দেন, তা হলে তার ফাইনই শুধু হবে না, তাঁকে বাকি থাকা করের উপর ১ শতাংশ সুদ দিতে হবে প্রতি মাসে।

তবে কেবল আইটি রিটার্ন জমা দিলেই হবে না। তা ভেরিফাই করতে হয়। সেই ভেরিফিকেশনের সময় কমিয়েছে এ দিন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি। ১২০ দিন থেকে তা কমিয়ে করা হয়েছে ৩০ দিন। ১ অগস্ট থেকে তা চালু হয়েছে। ভেরিফিকেশনের বিষয়টি ওয়েবসাইট থেকে জেনে যাবেন সহজে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.