রইল এই তিন রাশির পুরুষের কথা, এরা বাচ্চা খুবই পছন্দ করেন, নিজের সন্তান হবে এমন স্বপ্ন দেখেন



 ODD বাংলা ডেস্ক: তিন রাশির মানসিকতার হদিশ। এই তিন রাশির পুরুষেরা একেবারে সকলের থেকে আলাদা। এরা বাচ্চাদের খুবই পছন্দ করেন। নিজের বাচ্চা হবে এমন স্বপ্ন দেখেন। বাচ্চাদের সকল ছোটখাটো বিষয় আগ্রহ পান এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।


বৈদিক শাস্ত্রে রয়েছে ১২ রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সকলের মানসিকতা একে অপরের থেকে আলাদা। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এমন পার্থক্যের কারণ হল রাশি। রাশি ভিন্ন হওয়ায় কেউ শান্ত তো কেউ উদ্ধত, তেমনই কেউ বুদ্ধিমান তো কেউ বোকা। তেমনই কেউ স্বার্থপর তো কেউ সকলের কথা ভাবেন। আজ রইল তিন রাশির মানসিকতার হদিশ। এই তিন রাশির পুরুষেরা একেবারে সকলের থেকে আলাদা। এরা বাচ্চাদের খুবই পছন্দ করেন। নিজের বাচ্চা হবে এমন স্বপ্ন দেখেন। বাচ্চাদের সকল ছোটখাটো বিষয় আগ্রহ পান এরা। দেখে নিন তালিকায় কে কে আছেন। 


বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। এরা বাচ্চাদের খুবই যত্ন করেন। এই রাশির ছেলেরা খুবই বাচ্চা পছন্দ করেন। এরা নিজের বাচ্চা হবে এমন স্বপ্ন দেখেন। এই রাশির এমন স্বভাবের কথা জেনে রাখুন। 


কর্কট রাশি

রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ছেলে মেয়েরা ভবিষ্যত পরিকল্পনা করতে পছন্দ করেন। এরা ছোট বাচ্চাদের খুব পছন্দ করেন। বিশেষ করে ছেলেরা ছোট বাচ্চাদের খুবই পছন্দ করেন। এই রাশির ছেলেরা নিজের সন্তান হবে এমন স্বপ্ন দেখে থাকেন। এরা সব সময় ছোট বাচ্চা হবে এমন ভাবেন।   


মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। তবে, এরা ছোট থেকে বাচ্চাদের খুবই পছন্দ করেন। এই রাশির ছেলেরা বিশেষ করে নিজেদের বাচ্চা হবে এমন ভাবেন। সে কারণে এরা নিজের বাচ্চা হবে এমন স্বপ্ন দেখেন। এদের এই স্বভাব অনেকের পছন্দের হয়ে থাকেন। 


চিনে নিন এই তিন রাশিরকে। এরা সকলের থেকে আলাদা। এরা ছোট বাচ্চাদের খুবই পছন্দ করেন। তাদের মুখে হাসি ফোটাতে নানান কার্যকলাপ করে থাকেন। মেষ থেকে মীন- এই সকল রাশির জাতক জাতিকাদের মানসিকতা ভিন্ন। এরা সকলের একে অপরের থেকে আলাদা। ভিন্ন সকলের পছন্দ। ভিন্ন সকলের ইচ্ছা। এদের মধ্যে এই তিন রাশি খুবই পছন্দ করেন বাচ্চাদের। নিজের সন্তান হবে এমন স্বপ্ন দেখেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.