বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু ওরিও শেক, জেনে নিন রেসিপি
ODD বাংলা ডেস্ক: ওরিও মিল্কশেক অনেক সুস্বাদু একটি পানীয়। আপনি বাড়িতে সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু মিল্ক শেক। তবে আপনি যদি স্বাস্থ্য সচেতন হন অর্থাৎ আপনি যদি কম মিষ্টি দিয়ে পরিবেশন করতে চান তবে কুকিজের ক্রিম ও উইপড ক্রিম বাদ দিতে পারেন। তাহলে জেনে নিন পদ্ধতিটি-
উপকরণ-
১) ৫ টি অরিও কুকি
২) ১ কাপ দুধ
৩) ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম
৪) ১ টেবিল চামচ চকলেট সিরাপ।
প্রণালী-
অরিও ছোট ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ঠাণ্ডা ঠাণ্ডা করতে চাইলে আপনি বরফ কুচি ব্লেন্ড করে নিতে পারেন। গ্লাসে ঢেলে নিন ।উপরে গ্রেট করা অরিও এবং উইপড ক্রিম দিয়ে পরিবেশন করুন ।
টিপস
চকলেট সিরাপ না দিতে চাইলে ১/৪ চা চামচ কোকো পাউডার দিতে পারেন। আরও বেশি স্বাদ করতে চাইলে ভ্যানিলা আইসক্রিম এর সাথে চকোলেট আইসক্রিম মিশাতে পারেন। আরও বেশি মিষ্টি করতে চাইলে আরও আইসক্রিম দিন।
Post a Comment