তীব্র গরমে নাজেহাল শহরবাসী! কবে হবে বৃষ্টি
ODD বাংলা ডেস্ক: ভ্যাপসা গরমে কালঘাম ছুটছে কলকাতাবাসীর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ক্রমশই অস্বস্তি বাড়াচ্ছে। একইসঙ্গে বাড়ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি রয়েছে এবং তাপমাত্রাও স্বাভাবিকের উপরে। তাই আর্দ্রতা জনিত অস্বস্তি যথেষ্ট ভোগাবে। হাওয়া অফিসা জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকাতেও একটি অক্ষরেখা রয়েছে। যেটি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
Post a Comment