বাংলার আকাশে দুর্যোগের মেঘ, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস


ODD বাংলা ডেস্ক:
শক্তি বাড়াল বঙ্গোপসাগরের নিম্নচাপ। যার জেরে এবার তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়। একইসঙ্গে চলবে বজ্রপাতও। সপ্তাহের শুরু থেকেই কলকাতার আকাশে দুর্যোগের কালো মেঘ। ইতিমধ্যেই সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে শহরজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টি বাড়বে।

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ঘণীভূত হয়েছে। বাংলা ও ওডিশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে এই নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে। যা আবার দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করে উপকূলের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। আর এই জন্যই সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ার জেরে উপকূলে জলোচ্ছ্বাস বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলাগুলি যেমন, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতাতেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ৯ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উল্লেখিত তিনদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.