দিল্লি-মুম্বইকে হারিয়ে দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা


ODD বাংলা ডেস্ক: এই নিয়ে দ্বিতীয়বার। দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। এমনটাই উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষায়। রিপোর্ট বলছে, কয়েকটি অপরাধের ঘটনা সামনে এলেও ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর ছিল তিলোত্তমাই। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালের মতো ২০২১ সালেও অপরাধের নিরিখে পিছিয়ে কলকাতা। অর্থাৎ দেশের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শহরগুলির থেকে কলকাতা অনেকটাই এগিয়ে। চার বছরের রেকর্ডে কলকাতা বরাবরই 'গুড বুকে' ছিল। ২০১৮, ২০২০ এবং ২০২১, এই তিন বছরই দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। ব্যতিক্রম কেবলমাত্র ২০১৯। ওই বছরের কোনও অপরাধের তথ্য়ই জমা পড়েনি বলে জানিয়েছিল NCRB।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.