Janmashtami 2022: জন্মষ্টমীর শুভক্ষণ কখন? জেনে নিন সময়সূচী


ODD বাংলা ডেস্ক:
 আগামীকাল অর্থাৎ ১৯ আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী বুধবার রোহিণী নক্ষত্রে মধ্যরাতে বৃষ রাশিতে। শাস্ত্র মতে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমীতে কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাস পালন করা হয়। ১৯ আগস্ট সূর্যোদয় এবং মধ্যরাতে অষ্টমী তিথি হওয়ায় এটি সম্পূর্ণ বৈধ।এই দিনে ধ্রুব যোগ সারাদিন, মধ্যরাতের পর থেকে দুপুর ১:০৬ পর্যন্ত। মধ্যরাতে চাঁদের অবস্থান হবে বৃষ রাশিতে।

একই দিন কৃষ্ণ জন্মাষ্টমী এবং ব্রতোৎসবের জন্য বৈধ থাকবে। যারা উপবাস করছেন তারা ২০ তারিখ সকালে উপবাস ভঙ্গ করবেন, তার আগে রোহিণী নক্ষত্রও পাওয়া যাচ্ছে। তাই এ বছর জন্মাষ্টমী অত্যন্ত শুভ। শিশু, কুমার, প্রাপ্তবয়স্ক, যুবক, বৃদ্ধ এবং একই অবস্থার নারী-পুরুষ সকলেই জন্মাষ্টমী পালন করার যোগ্য। এতে তাদের পাপ দূর হয় এবং সুখ বৃদ্ধি পায়।

অষ্টমী তিথিতে ১৮ অগাস্ট রাত ৯ টা বেজে ২০ মিনিটে শুরু হবে এবং ১৯ অগাস্ট রাত ১০ টা বেজে ৫৯ মিনিটে সমাপ্ত হবে। নিশীথ পুজো ১২টা ৩ মিনিট থেকে নিয়ে ১২ টা বেজে ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। পুজোর সময় মোট ৪৪ মিনিট থাকবে। পারণ ১৯ আগস্ট সকাল ৫ টা ৫২ মিনিটের পরে হবে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.