পার্থকে জুতো ছোঁড়া কাণ্ডে নিন্দায় সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ


ODD বাংলা ডেস্ক:
পার্থ চট্টোপাধ্য়ায়কে লক্ষ্য করে জুতো! এ ঘটনায় নিন্দায় সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।তিনি বলেন, 'পার্থ চট্টোপাধ্যায় যদি অপরাধ করে থাকেন, প্রাথমিকভাবে যা তথ্য তাতে মুখ্যমন্ত্রী যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন। আইন আইনের পথে চলবে। তিনি যদি কোনওভাবে দোষী প্রমাণিত হন। সত্যিই যদি তিনি দোষ করে থাকেন, তাঁর শাস্তি হবে।পার্থদা যদি খুব খারাপ কাজে যুক্ত হন, তার ব্যবস্থা তার মত হবে। সরকার ব্যবস্থা নিয়েছে। দল নিয়েছে। আইন নেবে। কিন্তু এটা কোনও মধ্যযুগের শাসন বা মধ্যযুগীয় সমাজ নয়। কারোও মনে হল, কারোও ক্ষোভ হল, আর একটা কোনও ঘটনা ঘটিয়ে দিল, সেটা কোনওমতেই শোভনীয় নয়। সেটা সমর্থন করা যায় না।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.