লাইলি-মজনুর প্রেমের পাহাড়!
ODD বাংলা ডেস্ক: প্রেমের ইতিহাসে উপমহাদেশীয় মুসলিম সমাজে কালজয়ী জুটি লাইলি-মজনু। লাইলি-মজনুর অমর প্রেমকাহিনি পরিচিত বিশ্বজুড়ে।
ঐতিহাসিক দিক থেকেও তাদের প্রেমকাহিনি সত্য বলে বিবেচিত। আমির পুত্র কায়েস বাল্যকালে বণিক কন্যা লাইলির প্রেমে পড়ে মজনু নামে পরিচিতি পান। তাদের অমর প্রেমের স্মৃতিবিজড়িত একটি দর্শনীয় স্থান আছে, যাকে বলা হয় লাইলি-মজনুর প্রেমের পাহাড়।
সৌদি আরবের আল আহসা শহরে অবস্থিত লাইলি-মজনুর প্রেমের পাহাড়। দর্শনার্থীদের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে স্থানটি। পূর্বাঞ্চলীয় প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর বাগান আছে শহরটিতে।
বিশালাকৃতির পাহাড়ের প্রবেশমুখে আছে রিসোর্ট, মিউজিয়াম, গাড়ি পার্কিং এবং বিভিন্ন দোকানপাট।
পাহাড়ের প্রবেশপথেই ভেতরের প্রতিটি রাস্তা বের করার জন্য সুনির্দিষ্ট একটি ম্যাপ রয়েছে। পাহাড়ে প্রবেশের টিকিট মূল্য ৫০ সৌদি রিয়াল। আর পাহাড়ের ভেতরের চিড়িখানায় প্রবেশের মূল্য ১০ রিয়াল।
ভেতরে কিছু পথ দূরে দর্শনার্থী এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য হুপ হুপ নামক একটি মার্কেট তৈরি করা হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার বেশিসংখ্যক পর্যটকের আগমন ঘটে লাইলি-মজনুর প্রেমের পাহাড়ে। তবে পাহাড়ের ভেতর প্রবেশে বিশেষ সতর্কবার্তা হচ্ছে–সন্ধ্যা হতেই সেখানকার ঢোকার প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।
Post a Comment