সমুদ্রের বুকে সুস্মিতাকে দেখে ‘দুষ্টু’ কমেন্ট মোদীর


ODD বাংলা ডেস্ক:  সার্ডিনিয়া ট্যুরের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন সুস্মিতা সেন। আর প্রেমিকার এমন ছবি দেখেই গদগদ হয়ে পড়েছেন ললিত মোদী। অতঃপর প্রকাশ্যেই সুস্মিতার সৌন্দর্যের প্রশংসা করতে ছাড়লেন না তিনি।মধ্যপ্রাচ্যের সমুদ্রে আনন্দ করছেন সুস্মিতা সেন। পরনে সাদা-কালো সুইমিং স্যুট। প্রমোদতরী থেকে ঝাঁপ দিলেন সমুদ্রে। ক্যাপশনও ঝাঁ চকচকে- “… যেখানে জীবনের গভীরতা রয়েছে, আমি সবসময়ে সেখানে।” সেই ভিডিও দেখেই ললিত মোদীর মন্তব্য, “সার্ডিনিয়াতে বেশ হট লাগছে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.