৬২ বছর বয়সে প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা, শোকজ্ঞাপন নরেন্দ্র মোদীর


ODD বাংলা ডেস্ক: তিনি ছিলেন ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না। সেই ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার জীবনাবসান। বয়স হয়েছিল ৬২। রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন। সংবাদসংস্থা জানাচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। ক’দিন আগেই আকাশে ওড়ে তাঁরই পৃষ্ঠপোষকতায় আকাশা এয়ারলাইন্সের বিমান। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.