ভগবান গণেশের কৃপায় দূর হবে ঘরের অশুভ শক্তি, জেনে নিন কীভাবে, রইল উপায়

 


ODD বাংলা ডেস্ক: বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে তা সব কাজে বাঁধা দেয়। চাকরিতে বাধা, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। ঘরে রাখুন গণেশের মূর্তি। মিলবে উপকার।


পরিবারে সুখ শান্তি বজায় থাকুন তা সকলেরই কাম্য। পারিবারিক অশান্তি দূর করতে সকলে কত কী করে থাকি। নিজের পছন্দের অনেক কিছুই ত্যাগ করে থাকেন সকলে। তা সত্ত্বেও নানান সমস্যা লেগে থাকে। এর কারণ নেতিবাচক এনার্জি। বাড়িতে নেতিবাচক শক্তি থাকলে তা সব কাজে বাঁধা দেয়। চাকরিতে বাধা, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ দূর করতে মেনে চলুন জ্যোতিষ টোটকা। ঘরে রাখুন গণেশের মূর্তি। মিলবে উপকার। 


শাস্ত্র মতে, গণেশের কৃপায় দূর হবে সকল নেতিবাচক এনার্জি। আপনার ওপর গণেশের কৃপা থাকলে পরিবারে কোনও অশান্তি দেখা দেবে না। শাস্ত্র মতে, বাড়ির সঠিক দিকে গণেশের মূর্তি রাখলে সমস্যা থেকে মিলবে মুক্তি। শাস্ত্র মতে, ঘরের দরজার সামনে গণেশ মূর্তি রাখলে খুব ভালো। যদি বাড়ি বা কর্মস্থলের সদর দরজার সামনে গণেশ মূর্তি রাখলে নেতিবাচক শক্তি আপনার ধরে প্রবেশ করবে না। গণেশ মূর্তি রাখলে শুভ প্রভাব পড়বে সংসারে। মিলবে উপকার। 


ব্যবসায় উন্নতি করতে চাইলে কিংবা সমৃদ্ধি লাভ করতে চাইলে অবশ্যই রাখুন গণেশ মূর্তি। চেষ্টা করুন উত্তর পূর্ব দিকে গণেশ মূর্তি রাখতে। মিলবে উপকার। 


তেমনই নেতিবাচক শক্তি দূর করতে চাইলে আরও কয়টি বিশেষ জিনিস মেনে চলুন। সকালে উঠে প্রধান দরজা ঝাঁট দিন। প্রধান দরজা পরিষ্কার করুন। তা না হলে, অশুভ শক্তি প্রবেশ করবে। প্রধান দরজা দিয়ে ইতিবাচক ও নেতিবাচক এনার্জি প্রবেশ করে। তাই এই স্থান নোংরা থাকলে নেতিবাচক এনার্জি প্রবেশ করবে। সে কারণে এই স্থান পরিষ্কার রাখুন। তাহলে শুভ শক্তি আসবে। তেমনই বাড়িতে রাখুন তুলসী গাছ। এতে পরিবারে শুভ প্রভাব পড়বে। এছাড়াও, কারও নজর দোষ লাগলে তা থেকে মুক্তি পেতে জ্যোতিষ টোটকা স্নানের সময় স্নানের জলে জাফরান দিয়ে দিন। সেই জলে স্নান করা শুভ। তাছাড়া, রোজ স্নান সেরে গঙ্গা জল ছেটান বাড়িতে। একটি পাত্রে গঙ্গাজল নিন। সেই জলে এক টুকরো হলুদ দিন। তারপর জল ছেটান বাড়ির প্রধান দরজায়। এতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়িতে। এভাবে হলুদ জল ছেটালে সকল অশুভ শক্তির নাশ হয়। এই টোটকা মেনে দূর করুন নেতিবাচক এনার্জি। তেমনই রাখুন গণেশ মূর্তি। ভগবান গণেশের কৃপায় দূর হবে ঘরের অশুভ শক্তি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.