ভারোত্তোলনে ফের পদক ভারতের, ব্রোঞ্জ জিতলেন লভপ্রীত সিং
ODD বাংলা ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের পদকবন্যা অব্যাহত। এবার পঞ্জাবের লভপ্রীত সিং দেশকে এনে দিলেন ব্রোঞ্জ। বুধবার ভারোত্তোলনের ১০৯ কেজি বিভাগে লভপ্রীত পেলেন পদক। স্ন্যাচে ১৬৩কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৯২কেজি মিলিয়ে মোট ৩৫৫কেজি ওজন কাঁধে নিয়েছেন লভপ্রীত। দেখতে গেলে ভারতের মোট ১৪টি পদকের মধ্যে ৯টি পদকই এল ভারোত্তোলন থেকে। ভারতের ঝুলিতে এই মুহূর্তে ৫টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ। কমনওয়েলথে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদিনই একের পর এক পদক জিতে দেশবাসীর মুখ উজ্জ্বল করছেন।
Post a Comment