দুর্গাপুজোতেই পাওয়া যাবে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা


ODD বাংলা ডেস্ক: জমি জট কাটিয়ে প্রস্তুত হল জোকা মেট্রো। ৭০ একর জমির ওপরে কারশেড তৈরির পরিকাঠামো প্রায় সম্পূর্ণ। ওয়াশিং পিট, মেইনটেন্যান্স পিট কার্যত প্রস্তুত। বসানো হয়ে গিয়েছে থার্ড রেল। ট্রায়ালের জন্য যে রেক এসেছে। তা চালিয়ে দেখা হচ্ছে কারশেডে ৷ মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী তারা পুজোর সময়ে পরিষেবা চালু করতে পারবে।এই প্রকল্পের অর্ধেক অংশে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলবে। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা এই ছ'টি স্টেশন নিয়ে চলতি বছরে শুরু হবে মেট্রো পরিষেবা। নোয়াপাড়া কারশেডে অবসর জীবন কাটানো মেট্রো রেককে নিয়ে আসা হয়েছে জোকায়। তাতেই আপাতত চলবে মহড়া দৌড়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.