পুরুষাঙ্গের আকারে সমাধি ফলক! বৃদ্ধার শেষ ইচ্ছা পূরণ করল পরিবার


ODD বাংলা ডেস্ক: মৃত্যুর আগে মানুষের অনেকরকমেরই সাধ জাগে, কিন্তু এক বৃদ্ধার শখের কথা শুনে এবং দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।মেক্সিকোর এক বৃদ্ধার আজব দাবিতে চমকে যায় পরিবার। বৃদ্ধার ইচ্ছা তাঁর সমাধিফলক তৈরি করা হোক, বিশাল সাইজের পুরুষাঙ্গের আদলে। বৃদ্ধার ইচ্ছামতো মৃত্যুর পর তাঁর সমাধি ফলকটিকে তৈরি করা হয়েছে বিরাট আকারের পুরুষাঙ্গের আদলে। কিন্তু, এমন চমকে দেওয়া সমাধি ফলকটিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।পুরুষাঙ্গের মতো সেই ফলকের স্থপতি জানিয়েছেন যে, “প্রথমে ভেবেছিলাম আমার সঙ্গে মজা করা হচ্ছে। কারণ এমন ইচ্ছা যথেষ্ট ব্যতিক্রমী।” 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.