ফোনের মধ্যেই ঘাড় গুঁজে বসে থাকেন এই ৪ রাশির জাতক, আপনিও?
ODD বাংলা ডেস্ক: কিছু কিছু ব্যক্তি আছে যাঁদের চোখ সব সময় মোবাইলেই থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত মোবাইলই এঁদের ধ্যান জ্ঞান। এমনকি আশপাশে থাকা সত্ত্বেও এঁরা কোনও ব্যক্তির সঙ্গে কথা না-বলে তাঁদের টেক্সট করেন। জ্যোতিষ বলছে এঁদের আত্ম নিয়ন্ত্রণের কোনও শিক্ষাই নেই। ফোনে নানান কিছু দেখে বা সার্চ করে কত সময় ব্যয় করবেন তা এঁরা নিজেরাও জানেন না। তার পরিবর্তে এঁরা সারাদিনই ফোনের মধ্যে চোখ রেখেই কাটিয়ে দিতে পারেন। জ্যোতিষ শাস্ত্রও এতে সামান্য ভূমিকা পালন করে। কেউ কেউ ফোনের প্রতি আসক্তি কাটিয়ে উঠতে পারে। তবে কারও কারও ক্ষেত্রে এটি অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এখানে ৪টি এমন রাশির জাতকদের কথা বলা হল যাঁরা নিজের ফোনের মধ্যেই মুখ গুঁজে বসে থাকেন।
মেষ রাশি
ভার্চুয়ালি যা যা পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায়, সে সবই মেষ রাশির জাতকরা করে দেখবেন। সমস্ত ধরনের প্রযুক্তির প্রতিই আসক্তি থাকে মেষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে এই রাশির জাতকদের মধ্যে প্রচুর পরিমাণ ক্ষমতা রয়েছে, তাই অধিকাংশ সময় এঁরা নিজের ফোনের সাহায্যেই একাধিক কাজ সেরে ফেলার চেষ্টা করেন। ফোনের সঙ্গে সবসময় সেঁটে থেকে এঁরা নিজেকে কখনও বোর হতে দেন না। এর ফলে দৈনন্দিন কার্যকলাপের জন্য এই রাশির জাতকদের মনে উৎসাহ থাকে।
তুলা রাশি
ফোন তুলা জাতকদের কাছে প্যাশানের সমান। নিজের ফোনের প্রতি আসক্তির মাধ্যমে সহজেই নিজের চারপাশের সকলকে বিরক্ত করে দিতে পারেন তুলা রাশির জাতকরা। ভোরে ঘুম থেকে ওঠার পর থেকে বেলা পর্যন্ত ফোনের মধ্যেই চোখ থাকে এঁদের। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা, বন্ধুদের সঙ্গে চ্যাট করা ইত্যাদি এ সমস্ত কাজই তাঁরা সকালের দিকে করেন। এমনকি অন্যের ওপর নজর রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে এই রাশির জাতকদের মধ্যে। ফোনে ফোনেই এঁরা নিজের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার গতিবিধির ওপর নজর রেখে চলেন। আবার নিজে কোনও অস্বস্তিকর পরিস্থিতি পড়লে বা বিবাদ এড়িয়ে যেতে হলে এঁরা ফোনে মনোনিবেশ করে শান্ত ও প্রশমিত থাকার চেষ্টা করেন।
ধনু রাশি
সকলের মনোযোগ প্রত্যাশা করেন ধনু রাশির জাতকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে মনোযোগ আকর্ষণ করে থাকেন এই রাশির জাতকরা। সবসময় নিজের ফোনের মধ্যেই লেগে থাকেন এঁরা। কোথায় আছেন, কী করছেন, কেমন আছেন-- এ সব বিষয়েই সোশ্যাল মিডিয়ায় আপডেট করতে বিন্দুমাত্র দেরি করেন না। নতুন লাইক বা কমেন্টের আশায় একটি পুরো সন্ধ্যা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিতে পারেন এই রাশির জাতকরা। তা দেখে চমকে উঠবেন না বিন্দু মাত্র। অন্যের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসেন এঁরা, তাই তো ফোনে কথা বলে বা কারও সঙ্গে চ্যাট করে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন এই রাশির জাতকরা।
কুম্ভ রাশি
পড়াশোনায় ভালো ও জ্ঞানী হওয়ার খাতিরে সুনাম আছে এই রাশির জাতকদের। এঁরাও ফোনের পিছনে বহু সময় ব্যয় করেন। প্রযুক্তি সংক্রান্ত বিষয় প্রতিদিন শিক্ষা অর্জন করে থাকেন এঁরা। প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন কী ঘটছে সে বিষয় সমস্ত তথ্য এঁদের কাছে থাকে। নতুন কী অ্যাপ এল, সেই অ্যাপটি কেমন, সে সবক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকেন এই রাশির জাতকরা। অন্যদের জানার আগেই এঁরা নতুন কোনও অ্যাপের খুঁটিনাটি সম্পর্কে জেনে ফেলেন।
আসক্তি
উল্লেখ্য, ফোনের প্রতি আসক্তি উপরিউক্ত চারটি রাশির জাতকদের মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। এঁদের উঠতে-বসতে ফোন না-হলে চলে না। এই চার রাশির জাতকরা ফোনে এতটাই মজে যে পারিপার্শ্বিক জগতকেও উপেক্ষা করে যান। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা, তাঁদের সঙ্গে আড্ডা দেওয়া বা পরিবারের কোনও সদস্যের সঙ্গে মুখোমুখি বসে কথা বলার পরিবর্তে এঁরা ফোন মারফৎই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন। মাঝমধ্যে তাঁদের এই আসক্তি বাড়াবাড়ির পর্যায় চলে যায়।
Post a Comment