অর্থাভাব ও অসুস্থতার গোপন রহস্য ফাঁস করে দেয় নখের গঠন, দাগ! আপনিও জেনে নিন



ODD বাংলা ডেস্ক: নখ দেখে ব্যক্তির বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও জানা যায়। ঋষি সমুদ্র দ্বারা রচিত এই শাস্ত্র শরীরের বিভিন্ন অংশ দেখে ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জানাতে পারে। নখ দেখেও ব্যক্তির ভাগ্য ও স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু জানা যায়। নখে উপস্থিত বিভিন্ন চিহ্ন, দাগ, নখের দৈর্ঘ্য ও প্রস্থ বিচার করে সেই ব্যক্তি সম্পর্কে জানতে পারবেন। শাস্ত্র অনুযায়ী নখের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনই আগত স্বাস্থ্য ও আর্থিক সমস্যার দিকে ইঙ্গিত করে থাকে।


১. এমন নখ থাকলে অর্থাভাবে কাটে জীবন


গরুড় পুরাণ অনুযায়ী যে ব্যক্তির নখ হাল্কা হলুদ রঙের বা যাঁদের নখ তাড়াতাড়ি ভেঙে যায়, এমন ব্যক্তির যৌন ক্ষমতা কম। আবার যে জাতকদের নখ বাঁকা ও রেখাযুক্ত, তাঁদের প্রায়ই আর্থিক সমস্যার মুখে পড়তে হয়। শাস্ত্র মতে, যে ব্যক্তির নখ দাগযুক্ত ও দেখতে সুন্দর নয়, তাঁরা সারা জীবন অন্যের সেবা করে নিজের অন্ন সংস্থান করেন।



২. দুর্বলতা প্রকাশ করে এই নখ


গর্গ সংহিতা অনুযায়ী যে ব্যক্তির নখে সাদা দাগ থাকে, তাঁদের জীবন অবসাদে ভরা। এমন নখ আবার হাড়ের দুর্বলতার দিকেও ইঙ্গিত করে। শাস্ত্র মতে অবসাদ বাড়লে নখের এই দাগও বাড়ে, আবার অবসাদ কমার সঙ্গে সঙ্গে এই দাগ কমতে থাকে। অন্য দিকে যে জাতকদের নখ কালো বা হলুদ ছোপ যুক্ত, তাঁদের সাফল্য লাভের জন্য অধিক পরিশ্রম করতে হয়। এমন নখ অসুস্থতা, রক্তাল্পতার দিকে ইশারা করে।


৩. সৌভাগ্যের দিকে ইশারা করে এই ধরনের নখ


সমুদ্র শাস্ত্র অনুযায়ী, যে জাতকদের নখ লাল, উজ্জ্বল বা গোলাপী হয়, তাঁরা অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকেন। আবার নখ সামান্য বেরিয়ে থাকলে ও গোলাপী হলে সেই জাতক অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকেন। শাস্ত্র মতে কনিষ্ঠার চেয়ে বড় অনামিকার নখ হওয়া উচিত আবার অনামিকার চেয়ে বড় নখ হওয়া উচিত মধ্যমার। শুধু তাই নয় তর্জনীর নখ আবার মধ্যমার চেয়ে বড় ও বৃদ্ধাঙ্গুষ্ঠের নখের চেয়ে ছোট হওয়া উচিত।


৪. নানান রোগের ইঙ্গিত দেয় এমন নখ


নখে লম্বা লাইন থাকলে গাঁটে ব্যথার সম্ভাবনা থাকে। পাশাপাশি কিডনি রোগের দিকেও ইশারা করে এমন নখ। যে ব্যক্তির নখ মোটা তাঁদের আর্থ্রাইটিস, ডায়বিটিজ, ফুসফুসে সংক্রমণের মতো সমস্যা হতে পারে।


৫. এমন নখ থাকলে হতে পারে হৃদযন্ত্রের সমস্যা


নখের ধারে সাদা লাইন থাকে, যা প্রোটিনের অভাবের দিকে ইশারা করে। এই লাইনই আবার অবসাদ, অপুষ্টি, লিভার রোগের জানান দেয়। যে জাতকের নখ মাঝখান থেকে উঠে থাকে এবং তাতে নীল বা সাদা রঙের দাগ থাকে, সেটি হৃদযন্ত্রের সমস্যার দিকে ইশারা করে।


৬. পরিশ্রম করে যেতে হয় এমন নখের জাতকদের


যে জাতকের নখ অনেক বড়, রুক্ষ ও আঙুলের ত্বকে ধসে থাকে, নখে সাদা চিহ্ন থাকলে, সেই জাতক সুখী হওয়ার খুব কম সুযোগ পায়। কিন্তু এঁরা কাজ বা পরিশ্রম করায় কখনও পিছিয়ে থাকে না। শাস্ত্র মতে যে জাতকের নখে সাদা চিহ্ন থাকে, তাঁরা সারা জীবন পরিশ্রম করে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.