‘কোনও দেবদেবী ব্রাহ্মণ নন, শিব তফসিলি জাতির’, মন্তব্য করে বিপাকে JNU-র উপাচার্য


ODD বাংলা ডেস্ক: হিন্দু দেবদেবীরা উচ্চবর্ণের নয়, এমনকি তাঁরা মোটেই ব্রাহ্মণ নয়। কেন্দ্রীয় সামাজিক বিচার এবং সশক্তিকরণ মন্ত্রকের আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধুলিপুডি পণ্ডিত। অরপরই শুরু জোর বিতর্ক। বিষয়টি নিয়ে বলতে গিয়ে পণ্ডিত বলেন, “আম্বেদকর আমাদের লিঙ্গসাম্য শিখিয়েছেন। পুরাণ হোক বা বিজ্ঞান, দয়া করে আমাদের দেবদেবীর উৎস দেখুন। কোনও ঈশ্বরই ব্রাহ্মণ নন। সবচেয়ে বেশি ক্ষত্রিয়। ভগবান শিব অবশ্যই একজন তফসিলি জাতি বা উপজাতির লোক। কারণ তিনি শ্মশানে বসে থাকেন সাপ নিয়ে। তাঁকে খুব কম কাপড় দেওয়া হয়েছে পরনে। আমার মনে হয় না ব্রাহ্মণরা এত কম কাপড় পরে শ্মশানে বসে থাকবেন। ভাল করে দেখতে দেখতে পাবেন, পুরাণ অনুযায়ী, উচ্চবর্ণের থেকে আসেননি দেবদেবীরা। এমনকী লক্ষ্মী, শক্তি, সমস্ত দেবতারা। যদি জগন্নাথকে ধরেন, খব বেশি হলে আদিবাসী। তাই যদি আমরা এমনই বৈষম্য নিয়ে পড়ে থাকি, তাহলে তা খুব অমানবিক হবে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.