চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে দেরি, চলতি বছরে হচ্ছে না কাশ্মীরের নির্বাচন!

ODD বাংলা ডেস্ক: গত মে মাসেই আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া শেষ হয়েছিল। তখন থেকেই মনে করা হচ্ছিল, চলতি বছরের শেষের দিকেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জম্মু ও কাশ্মীরে। দ্রুত নির্বাচনের দাবিও জানাচ্ছিল রাজনৈতিক দলগুলি। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনার সমাপ্তি। এই বছর সম্ভবত নির্বাচন হচ্ছে না কেন্দ্রশাসিত এই প্রদেশে। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ প্রায় এক মাস পিছিয়ে দেওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।আগামী ৩১ অক্টোবরই ওই তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। কিন্তু কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই সময়সীমার মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এতটা দেরি হয়ে যাওয়ার ফলে আর এই বছরে নির্বাচন হওয়া সম্ভব নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.