উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগেই বড় হাওয়া বদলের ইঙ্গিত

ODD বাংলা ডেস্ক: যত পুজো এগিয়ে আসছে তত আবহাওয়ার মতিগতি বদলে যাচ্ছে। মরশুমের শুরু থেকে সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু, পুজো যত এগিয়ে আসছে তত বদলে যাচ্ছে আবহাওয়া। একাধিক নিম্নচাপের দরুন বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কি পুজোর আগে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই পুজোর আবহাওয়া প্রসঙ্গে বলা সম্ভব নয়। তবে বুধবার থেকে অপেক্ষাকৃত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.