পাকিস্তানে বন্যায় ৯১৩ জনের মৃত্যু, আশ্রয়হীন ৩কোটি মানুষ, জারি জরুরি অবস্থা

ODD বাংলা ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বন্যায় গত জুন মাস থেকে এ পর্যন্ত  ৯১৩ জনের প্রাণহানি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে একটি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের  প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বিদেশে সরকারি সফর স্থগিত করেছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বেশির ভাগ দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে। দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও অতিবৃষ্টি ও বন্যা হয়েছে।পাকিস্তানের বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিকে ৫০ কোটি ডলার সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে ৮২ হাজারের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং ৭১০টি গবাদিপশু মারা গেছে।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রহমান বলেন, চলতি মাসে দেশটিতে গড়ে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ২৪১ শতাংশ বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিন্ধু প্রদেশে। সেখানে স্বাভাবিকের চয়ে ৭৮৪ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা খুবই আশঙ্কাজনক। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং এনডিএমএসহ প্রাদেশিক সরকারগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে। দুর্যোগে প্রায় ৩ কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.