মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার জল্পনার মাঝেই মুখ খুললেন পরেশ অধিকারী


ODD বাংলা ডেস্ক:
আজই রাজ্য মন্ত্রিসভার রদবদল। ৫-৬ জন নতুন মুখ আসতে পারেন বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা থেকে যাঁরা বাদ পড়বেন তাঁদের মধ্যে অন্যতম হলেন SSC কাণ্ডে নাম জড়ানো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। যদিও রাজ্যের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বিষয়টি জানেন না বলে দাবি পরেশ অধিকারীর। তবে নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন সেটাই মেনে নেবেন বলে জানিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,"নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব। দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন। আমরা কেবল দলের সৈনিক।" মন্ত্রিত্ব চলে গেলে কোনও আক্ষেপ বা আফশোস নেই? পরেশ অধিকারীর এককথায় জবাব, "না। শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেব। যে কাজ দেবেন সেটাই করব।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.