৮৬ CRPF, ৬ গাড়ির কনভয়! জুতোকাণ্ডের পর বাড়ল পার্থ-অর্পিতার নিরাপত্তা

ODD বাংলা ডেস্ক: জোকা ESI হাসপাতাল চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জনৈক মহিলার জুতো ছোড়ার ঘটনার পর নড়েচড়ে বসল ইডি। বাড়াল হল প্রাক্তন শিক্ষামন্ত্রীর নিরাপত্তা। বুধবার সকালে সল্টলেক CGO কমপ্লেক্স থেকে পার্থ এবং অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার পথে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার জাল।মোট ৮৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে পার্থ এবং অর্পিতার জন্য। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও নিরাপত্তার দায়িত্বে আনা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত কর্মীদেরও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.