'সতীর্থরা সব কেমন আছে, ওরা কেউ কি আমার খোঁজ নিচ্ছে', প্রশ্ন পার্থর
ODD বাংলা ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দশ দিন জেল হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার পর্যন্ত প্রেসিডেন্সি জেলে তাঁর সঙ্গে দলের কেউ দেখা করতে আসেননি বলে খবর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর, তাঁকে নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিরোধীরা। দলের কেউ কেউ মুখও খুলেছেন। সে সব বিষয়ে ওয়াকিবহাল দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর এক আইনজীবী বলছেন, ''আমার কাছে যেমন পার্থদা দলের বিষয়ে খোঁজ নিচ্ছেন, তেমনই দলীয় কর্মীরাও আমাকে ফোন করে ওঁর বিষয়ে জানতে চেয়েছেন।''
Post a Comment