মন্ত্রিত্বের পর বিধানসভার সমস্ত কমিটি থেকে বরখাস্ত পার্থ

ODD বাংলা ডেস্ক: মন্ত্রিত্ব খুইয়েছেন আগেই। দল থেকেও সাসপেন্ড হয়েছেন। এবার বিধানসভার সমস্ত কমিটি থেকেও সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি জানিয়েছেন বলে খবর। বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন। ফলে তাঁকে সমস্ত কমিটি থেকে বাদ দেওয়া হল বলে অনুমান রাজনৈতিক মহলের একাংশের। এদিকে SSC দুর্নীতি মামলায় আর সশরীরে আদালতে হাজিরা দিতে হচ্ছে না তাঁকে। ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত থাকবেন পার্থ এবং অর্পিতা।প্রসঙ্গত, আলিপুর মহিলা সংশোধনাগার এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ আদালতে একটি বিশেষ আবেদন জানান। নিরাপত্তার কারণে পার্থ ও অর্পিতার ভার্চুয়াল হাজিরার আর্জি জানানো হয়। সেই আবেদন মঞ্জুর করেছে পিএমএলএ আদালত। অর্থাৎ আগামী ৩১ অগাস্ট দু'জনই ভার্চুয়ারি হাজিরা দেবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.